তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর তত্ত্বাবধনে বাস্তবায়নাধীন “ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্প” এর আওতায় কচুয়া উপজেলা পর্যায়ের সকল সরকারী দপ্তরে কানেকটিভিটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই লক্ষ্য বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ০৫ ফেব্রুয়ারী ২০১৫, রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় সারা বাংলাদেশে একযোগে আনুষ্ঠিকভাবে ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া একইসময়ে এ উপজেলার জন্য বরাদ্দকৃত ৩৩টি ট্যাবলেট পিসি উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগনের নিকট বিতরণ করেন।
ইতিমধ্যে এ উপজেলার আইসিটি সেন্টারে এক্সেস রাউটার স্থাপন করা হয়েছে, খুব শীগ্রই সকল সরকারী দপ্তরে ইন্টারনেট সেবা প্রদান করা হবে। বর্তমান সরকারের অঙ্গীকার “রূপকল্প ২০২১” এর ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস