সাধারণ তথ্যাদি
· জেলা : চাঁদপুর
· উপজেলা : কচুয়া
· সীমানা :উত্তরে দাউদকান্দি ও চান্দিনা উপজেলা, পূর্বে বরুড়া ও চান্দিনা
উপজেলা, দক্ষিণে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা এবং পশ্চিমে মতলব ও দাউদকান্দি উপজেলা।
· জেলা সদর হতে দূরত্ব : ৬০.০০ কিঃমিঃ।
· আয়তন : ১১.২১ বর্গ কিলোমিটার।
· জনসংখ্যা : ২৬৯৫০ জন (২০১১ সালের খসড়া আদম শুমারী অনুযায়ী।
পুরুষ : ১৩,৩৬২ জন।
মহিলা : ১৩,৫৮৮ জন।
মোট ভোটার সংখ্যা : ১৩,৮৪৪ জন।
পুরুষভোটার সংখ্যা : ৬,৭৯২ জন।
মহিলা ভোটার সংখ্যা : ৭,০২৮ জন।
· নির্বাচনী এলাকা : ২৬০, চাঁদপুর-১(কচুয়া)
· গ্রাম : ১০ টি
· এতিমখানার সংখ্যা : ০৩ টি।
· মসজিদ : ৩৪ টি।
· মন্দির : ০৫ টি।
· হাট-বাজার : ০১ টি।
· ব্যাংক শাখা : ১১ টি।
· পোস্ট অফিস/সাব পোঃ অফিস : ০১ টি।
· টেলিফোন এক্সচেঞ্জ ০২ টি।
- প্রাথমিক বিদ্যালয় : ০৯ টি
- মাধ্যমিক বিদ্যালয় : ০৩ টি
- কলেজ : ০১ টি
- মাদ্রাসা : ০৩ টি
-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস