Welcome To Join Bangladesh Navy
বাংলাদেশ নৌ বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি অংশ। বর্তমানে উপকূলবর্তী এলাকা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত আছে, তবে বাংলাদেশের সমূদ্রসীমানায় নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে নৌবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। বিগত এক দশক ধরে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়নের দিকে মনোনিবেশ করছে। ইতিমধ্যে ২০১১ সালে বাংলাদেশ নৌবাহিনী এভিয়েশন উইঙ্গ চালু করেছে। বর্তমানে নৌবাহিনী ২০১৬ সালের মধ্যে সাবমেরন ফ্লীট চালু করার জন্য অগ্রসরমান হচ্ছে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র দু‘টি টহল জাহাজ "পদ্মা" ও "পলাশ" নিয়ে শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা।মহান মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরের অধীনে এই বাহিনী যুদ্ধ পরিচালনা করে।খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে "অপারেশন জ্যাকপট" এই বাহিনীর পরিচালিত সফল অভিযানগুলোর অন্যতম। বর্তমানে প্রায় ২৪০০০ নৌ সেনা (কর্মকর্তাসহ) এবং প্রায় ছোট-বড় ১১০ টি জাহাজের এই বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
|
|
|
|
|
![]() (Edit) | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | |
ভাইস এডমিরাল | রিয়ার এডমিরাল | কমোডর | ক্যাপ্টেন | কমান্ডার | লেফটেন্যান্ট কমান্ডার | লেফটেন্যান্ট | সাব লেফটেন্যান্ট | মিডশিপম্যান | অফিসার ক্যাডেট |
ক্রমিক নম্বর | জুনিয়র এবং নন কমিশন পদবী |
---|---|
০১ | ডিই/ইউসি (Direct Entry/Un-Classified) : প্রাথমিক প্রশিক্খণার্থী পদবী |
০২ | ওডি/ইউটি (অর্ডিনারী সীম্যান/প্রশিক্খণার্থী), Wtr-II/UT, SA-II/UT ME-II/UT, EN-II/UT etc |
০৩ | অর্ডিনারী সীম্যান, WTR-II SA-II PM-II ME-II (Engineering Mechanic 2nd Class), EN-II etc |
০৪ | অ্যাবল , সীম্যান WTR-I SA-I ME-I (Engineering Mechanic 1st Class), EN-I etc]] (See D&R) |
০৫ | লিডিং সীম্যান |
০৬ | পেটি অফিসার |
০৭ | চীফ পেটি অফিসার |
০৮ | সিনিয়র চীফ পেটি অফিসার |
09 | মাস্টার চীফ পেটি অফিসার |
বাংলাদেশ নৌবাহিনীর ৬ টি প্রশাসনিক শাখা রয়েছে:
সিরিয়াল এবং ব্রাঞ্চ | সীম্যান | মেকানিকাল | সেক্রেটারিয়েট | সাপ্লাই | ইলেক্ট্রিক্যাল | রেডিও ইলেক্ট্রিক্যাল | রেগুলেটিং | মেডিক্যাল |
---|---|---|---|---|---|---|---|---|
01 | OD (Ordinary Seaman) | ME II | WTR II | SA II | EN II | REN II | PM II | MA II |
02 | AB (Able Seaman) | ME I | WTR I | SA I | EN I | REN I | PM I | MA I |
03 | LS (Leading Seaman) | LME | LWTR | LSA | LEN | LREN | LPM | LMA |
04 | PO (Petty Officer) | ERA-IV | PO(W) | PO(S) | EA-IV | REA-IV | PO(R) | PO(Med) |
05 | CPO (Chief Petty Officer) | ERA-I/II/III | CPO(W) | CPO(S) | EA-I/II/III | REA-I/II/III | CPO(REG) | CPO(Med) |
06 | এসসিপিও (সিনিয়র চীফ পেটি অফিসার) | এসসিপিও (ই) | এসসিপিও (ডব্লিউ) | এসসিপিও (এস) | এসসিপিও (এল) | এসসিপিও (আর) | এসসিপিও (রেগ) | এসসিপিও (মেড) |
07 | এমসিপিও (মাস্টার চীফ পেটি অফিসার) | এমসিপিও (ই) | এমসিপিও (এস) | এমসিপিও (এস) | এমসিপিও (এল) | এমসিপিও (আর) | এমসিপিও (রেগ) | এমসিপিও (মেড) |
08 | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (ই) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (এস) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (এস) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (এল) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (আর) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (রেগ) | সাব লেফটেন্যান্ট/অনারারী সাব লেফটেন্যান্ট (ডব্লিউ/এম) |
09 | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (এক্স) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (ই) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (এস) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (এস) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (এল) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (আর) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (রেগ) | লেফটেন্যান্ট/অনারারী লেফটেন্যান্ট (ডব্লিউ/এম) |
বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব বিশেষ বাহিনী আছে যা সোয়াডস নামে পরিচিত। সোয়াডস ঘাটি বা নৌ জা নির্ভিক , বা নৌ জা ঈসা খান ঘাটির উল্টো দিকে ডাংগার চরে অবস্থিত।
বাংলাদেশ সরকার সশস্র বাহিনীকে যুগপোযোগী করার লক্ষ্যে “Forces Goal 2030” নামে মহাপরিকল্পনা ঘোষণা করে , যার মধ্যে নৌবাহিনীকে এয়ার উইং ও সাবমেরিন সহকারে একটি ত্রিমাত্রিক ডিটারেন্ট ফোর্স হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি যুদ্ধ সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নৌবহরে আরো যুদ্ধজাহাজ সংযোজনের পরিকল্পনা করেছে। সাম্প্রতিক সময়ে নৌবাহিনী ৩ টি মিসাইল ফ্রিগেট, , ৪টি মিসাইল করভেট ও ৫টি দেশে তৈরী অফশোর পেট্রোল ভেসেল নৌবহরে যুক্ত করেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক জাহাজ বা নৌ জা ওসমান এবং বা নৌ জা বঙ্গবন্ধুতে মেরিটাইম হেলিকপ্টার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র সংযোজিত হয়েছে।
সম্প্রতি নৌবাহিনী চীনের তৈরী ২টি Type 056 corvette এবং সাউথ কোরিয়ার তৈরী ২টি Incheon Class corvette অর্ডার করেছে. এছাড়া নৌবাহিনী ২০২১ সালের মধ্যে Fast Attack Craft (Missile) ফ্লীট প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে. পাশাপাশি আরেকটি US Coastguard Cutter ২০১৪ সালে নৌবাহিনীতে যুক্ত হচ্ছে। এভিয়েশন সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ চীন থেকে ৩টি Harbin Z-9C maritime helicopter অর্ডার করেছে. বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী ২০১৬ সালের মধ্যে সাবমেরিন ফ্লীট স্থাপনের কাজে অগ্রসরমান হচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় প্রথম সাবমেরিন বেস স্থাপিত হচ্ছে এবং সম্প্রতি পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের নিকটে নৌবাহিনীর অত্যাধুনিক ঘাটি বা নৌ জা শের ই বাঙ্গলা উদ্বোধন করা হয়েছে যাতে সাবমেরিন ও এভিএশন সুবিধা থাকবে।
বাংলাদেশ নেভাল একাডেমি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কমিশন্ড অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্র। এটি বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত।
প্রকার | জাহাজের সংখ্যা | নোট |
---|---|---|
ক্ষেপনাস্র সজ্জিত ফ্রিগেট | ৫টি | আরো ১টি অর্ডার করা হয়েছে। |
ফ্রিগেট | ৩টি | ২ টি ডিকমিসন্ড। |
ক্ষেপনাস্র সজ্জিত করভেট | ৪টি | আরো ৪টি অর্ডার করা হবে |
সাবমেরিন | ২টি অর্ডার করা হয়েছে | ২টি (Ming) class submarine (Type 035) অর্ডার করা হবে এবং ২টি Type 041 submarine আলোচনা সাপেক্ষ |
অফশোর পেট্রোল ভেসেল | ১২টি | |
মিসাইল বোট | ৯টি | |
টর্পেডো বোট | ৮টি | |
সাবমেরিন অনুসন্ধানকারী জাহাজ | ৪টি | |
গান বোট | ৯টি | |
পেট্রোল বোট | ৬টি | আরো ৪টি অর্ডার করা হবে |
ডিফেন্ডার ক্লাস বোট | ১৬টি | |
প্রশিক্ষণ জাহাজ | ২টি | |
মাইন অনুসন্ধানকারী জাহাজ | ৫টি | |
উভচর যুদ্ধ জাহাজ | ১১টি | |
সহায়ক জাহাজ | ২৪টি |
১৪ই জুলাই ২০১১ হতে ২টি AugustaWestland AW109 Power হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ নেভাল এভিয়েশন যাত্রা শুরু করে। বাংলাদেশ নেভাল এভিয়েশন চট্টগ্রাম বিমান স্টেশন থেকে পরিচালিত হচ্ছে এবং ফরওয়ার্ড ঘাটিগুলো হচ্ছে পটুয়াখালী, ঢাকা খুলনা এবং কক্সবাজার
বিমান | ছবি | অরিজিন | টাইপ | ভার্সন | ফরিমাণ | নোট |
---|---|---|---|---|---|---|
হেলিকপ্টার ২টি (৩টি অর্ডার করা হবে) | ||||||
AW-109 Power | ![]() | ![]() ![]() | ASW SAR | KN | ২টি | ২০১১ সালের ১৪ই জুলাই হতে সরবরাহিত |
Z-9C | ![]() | ![]() | ASW SAR | C | ৩টি | ২০১৩ সালের ডিসেম্বর হতে সরবরাহিত হবে |
ফিক্সড উইং এয়ারক্রাফট (২টি) | ||||||
Dornier 228 NG | ![]() | ![]() | MPA | NG | ২টি | ২০১৩ সালের ৩ জুন হতে সরবরাহিত। |
১। অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ২। সাব লেফটেন্যান্ট ৩। লেফটেন্যান্ট ৪। লেফটেন্যান্ট কমান্ডার ৫। কমান্ডার ৬। ক্যাপ্টেন ৭। কমোডর ৮। রিয়ার এডমিরাল ৯। ভাইস এডমিরাল ১০। এডমিরাল ১১। এডমিরাল অফ দি ফ্লীট
[আড়াল করো] | |
---|---|
সাধারণ তথ্য | |
সামরিক বাহিনী | |
যুদ্ধ ও সংঘাত | |
যুদ্ধের নেতা | |
পদকসমূহ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস