" Free shall we keep the sky of Bangladesh "
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের বাংলাদেশের সামরিক বাহিনীর একটি অংশ। বর্তমানে এই বাহিনীতে ২২,০০০ সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে বৈমানিক আছেন ৬০০ এর অধিক।
"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমানবাহিনী আসামের দিমাপুরে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয়। মাত্র তিনটি বিমান নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয় যার মধ্যে ছিলো দুটি বিমান ডিসি-৩, ডাকোটা এবং একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার। পাকবাহিনীর ফেলে যাওয়া পাচঁটি স্যাবর (এফ-৮৬)-ই ছিলো এই বাহিনীর প্রথম জঙ্গী বিমান।
১৯৭১ সালে স্বাধিনতা যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর একাধিক অফিসার এবং বৈমানিক কর্মকতা বিভিন্ন সেক্টরে অংশগ্রন করেছিলেন। আবার অনেকেই সরাসরি মূল বাহিনীর সাথে থেকে যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। যুদ্ধ অংশগ্রহনকারীদের মধ্যে বিশেষ ব্যাক্তিত্বদের তালিকা নিচে দেয়া হল:
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত। অপারেশন এন্ড ট্রেনিং (Ops. & Trng.), অ্যাডমিনিস্ট্রেশন এন্ড স্পেশাল ডিউটি (Admin. & SD), এবং ম্যাটেরিয়াল এন্ড মেইনটেনেন্স (M & Mte) তিনটি বিভাগ পারিচালনা করা হয় প্রধান কার্যালয় থেকে। প্রতিটি বিভাগ দুইজন অফিসারের দায়িত্বে পরিচালিত হয় একজনের পদবী হল প্রন্সিপাল স্টাফ অফিসার (PSO) এবং অপরজন হলেন এসিসটেন্ট চিফ অফ এয়ার স্টাফ ACAS (Ops & Trng)। প্রত্যেক পিএসও এর অধিনে গ্রাউপ ক্যাপ্টেন পদমর্জাদার একাধিক ডিরেক্টর থাকেন। একইভাবে ডিরেক্টের অধিনে ডেপুটি ডিরেক্টর (DD) এবং স্টাফ অফিসার (SO) থাকেন।
|
|
|
|
বাংলাদেশ বিমান বাহিনীর যেসকল ব্রাঞ্চ বা শাখা রয়েছে:
বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেডসমূহ:
njyfgkkkj
(in descending order) বাংলাদেশ বিমান বাহিনী
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | |
এয়ার চীফ মার্শাল | এয়ার মার্শাল | এয়ার ভাইস মার্শাল | এয়ার কমোডর | গ্রুপ ক্যাপ্টেন | উইং কমান্ডার | স্কোয়াড্রন লীডার | ফ্লাইট লেফটেন্যান্ট | ফ্লাইং অফিসার | পাইলট অফিসার |
(in descending order) বাংলাদেশ বিমান বাহিনী
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
মাস্টার ওয়ারেন্ট অফিসার | সিনিয়র ওয়ারেন্ট অফিসার | ওয়ারেন্ট অফিসার | সার্জেন্ট | কর্পোর্যাল | লিডিং এয়ারক্রাফটম্যান | এয়ারক্রাফটম্যান |
বিমানের ধরণ | বিমানের সংখ্যা | ব্যবহৃত ইউনিট | নোট |
---|---|---|---|
Multi Role Combat Aircraft | 94 | Squadrons: 5, 8, 21 & 35 | |
Operational Conversion Unit | 14 | Squadrons: 5, 8, 21 & 35 | |
Counter Insurgency | 8 | Squadrons: 25 | Also used in advanced jet conversion role. |
Transport Aircraft | 11 | Squadrons: 3 & 101st Special Flying Unit | An-32 has dual transport/bomber role. |
Helicopter | 41 | Squadrons: 1, 9, 31 & 101st Special Flying Unit | All armed. |
Intermediate Jet Trainer | 11 | Squadrons: 15 | |
Rotary Wing Trainer | 4 | Squadrons: 4 | |
Primary Fixed Wing Trainer | 25 | Squadrons: 11 |
বাংলাদেশ বিমান বাহিনী তাদের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্য রাশিয়ার কাছ থেকে ২৪ টি YakovlevYAK-130 এবং ৫ টি MI-171Sh অর্ডার করেছে। পাশাপাশি চীন থেকে ৯ টি K-8 karakoram ক্রয় এর পরিকল্পনা করেছে।
জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৬০০ এরও বেশি সদস্য অংশগ্রহন করেছেন। এই সদস্যদের মধ্যে সাধারণ সৈন্য থেকে অফিসার সকল পর্যায়ের সদস্যরাই ছিলেন। ১০টি হেলিকাপ্টার বর্তমানে বিভিন্ন শান্তিমিশনে ব্যবহৃত হচ্ছে। এছাড়া আফ্রিকায় জাতিসংঘ শান্তিমিশনে একটি সি-১৩০ পরিবহন বিমান ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘ মিশনে অংশগ্রহনকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সদস্য অংশগ্রহন করেছেন।
নাম | সংস্করণ | ধরণ | ব্যবহৃত হয় | নোট |
---|---|---|---|---|
পিএল-২ | Infrared Guided Air-to-air missile | F-7MB, A-5C | ||
পিএল-৫ | E | Active Infrared Guided Air-to-air missile | F-7MB, A-5C | |
পিএল-৭ | Infrared Guided Air-to-air missile | F-7MB, A-5C | PRC version of the French Matra Magic R.550 missile. | |
পিএল-৯ | C | Infrared Guided Air-to-air missile | F-7BG | |
ভ্যমপেল আর-২৭ | Infrared Guided (R-27T), Semi Active Radar Guided (R-27R), and Active Radar Guided (R-27AE) | MiG-29 | ||
ভ্যমপেল আর-৭৩ | Infrared Guided Air-to-air missile | MiG-29 | ||
এলটি-২ | Laser Guided Bomb | F-7BG, F-7MB, A-5C | ||
এলএস-৬ | Satellite Guided Bomb | F-7BG, F-7MB, A-5C | ||
এফএম-৯০ | Surface-to-air missile | Ground Based Air Defence | BAF introduce Ground Based Air Defence |
নাম | ধরণ | Caliber | উৎপত্তিস্থান | নোট |
---|---|---|---|---|
Type 92 | Semi-automatic pistol | 9mm | ![]() | সাধারণভাবে বহন করার জন্য |
Sarsilmaz Cobra Special Tactical | Semi-automatic shotgun | 12 gauge | ![]() | সাধারণভাবে ব্যবহারের শটগান |
BD-08 | Assault rifle | 7.62mm | ![]() | BOF এর লাইসেন্সের অধিনে উৎপাদন করা হয় |
BD-08 | Light machine gun | 7.62mm | ![]() | BOF এর লাইসেন্সের অধিনে উৎপাদন করা হয় |
RPD | Light machine gun | 7.62mm | ![]() | |
MGL Mk1 | Grenade launcher | 46mm | ![]() | বিএএফ স্থল নিরাপত্তা ইউনিট |
বাংলাদেশ বিমান বাহিনীর মূল ব্যাজ, মূললক্ষ্য, চিহ্ন এবং মেডেলসমূহ কমনওয়েলথের অন্যান্য দেশসমূহের মত। মূল রংগুলো হল নীল, সবুজ এবং লাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস