ঠিকানাঃ কলাকোপা, সাচার, কচুয়া, চাঁদপুর।
ঠিকানাঃ কলাকোপা, সাচার, কচুয়া, চাঁদপুর।
মোবাইল নম্বরঃ 01859558792
এ.পি (এশা-প্রিতুল) কমপ্লেক্সটি আমেরিকা প্রবাসী হাজী মোঃ জামাল উদ্দিন ভূঞাঁ, পিতাঃ আবিদ আলী ভূঞাঁ, নিজস্ব শখের-বসে এবং সম্পূর্ন নিজের চিন্তাধারায় প্রতিষ্ঠা করেন। প্রবাস জীবনে তিনি প্রায় ১৩টি দেশে ঘুরে ফিরে নিজ ফ্যামিলিকে আমেরিকায় রেখে এখানে ব্যক্তিগতভাবে অবস্থান করছেন, তাঁর চিন্তা হলো নিজ গ্রামে এসে দেশীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। শখের বসে কমপ্লেক্সটি তৈরি করলেও বর্তমানে স্থানীয় জনগণের আগ্রহে সীমিত আকারে প্রবেশাধিকার দিয়েছেন। এখানে হাসপাতাল, এতিমখানা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন রাইড, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন সচিত্র তথ্যাবলী সন্নিবেশন করা হয়েছে। দেশীয় ঐতিহ্য পালকীসহ বহু পুরনো বাদ্য যন্ত্রের নমুনা, পাখি, জিরাপ, জলপরিসহ বহু জীবযন্তুর দৃষ্ঠিনন্দন নমুনা রয়েছে। প্রায় ১০ একর ভূমির উপর কমপ্লেক্সটি প্রতিদিন সকলা ৯:০০ ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত সাধারণ জনগণের/দর্শণার্থীদের জন্য খোলা থাকে। ২০০১ সালে এর কাজ শুরু হলেও এখনো এর নির্মান কাজ চলছে।
এখানে ফ্যামিলিসহ আবাসিকভাবে থাকার ব্যবস্থা রয়েছে। বিনোদনের জন্য বিভিন্ন জীবন্ত পাখি, বানর, মুরগি, কোয়েল, তিতির, কালিম পাখি ইত্যাদি সুসজ্জিতভাবে সংরক্ষিত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস