ঠিকানাঃ গ্রামঃ তুলাতলী, ইউনিয়নঃ ৯নং কড়ইয়া, উপজেলাঃ কচুয়া, জেলাঃ চাঁদপুর।
ঠিকানাঃ গ্রামঃ তুলাতলী, ইউনিয়নঃ ৯নং কড়ইয়া, উপজেলাঃ কচুয়া, জেলাঃ চাঁদপুর।
মোবইল নম্বরঃ ০১৭৩১৪৯২৫২৭
কালের স্বাক্ষী ঐতিহাসিক তুলাতলী মঠ। অদ্য হতে আনুমানিক ২৫০ বছর পুর্বে ১৭৭০ খ্রী: তৎকালীন জমিদার যাত্রা মনি মজুমদার এই মঠটি প্রতিষ্ঠা করেন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের মনোরম পরিবেশে ১০ শতক জায়গার উপর এই ঐতিহাসিক মঠটি অবস্থিত। এই মঠটির পাশ্বে ৭২ শতক জমির উপর নারায়ন মন্দিরটি । প্রতি বছর চৈত্র মাসে এখানে হাজার হাজার লোকের সমাগমে অনুষ্ঠিত হয় ঢোল উৎসব । এই মঠটি আব্দুচ ছাত্তার , গ্রাম: নাউরা, উপজেলা: শাহরাস্তি এর পৃষ্ঠপোশকতায় ১৯৭৬ খ্রী: সাংস্কৃতি মন্ত্রনালয় এর আওতায় কুমিল্লা যাদুঘরের উদ্যোগে সর্বশেষ এই মঠটির সংস্কার কার্য করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস