জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কচুয়ায় যথাযথ মর্যাদা পালিত হয়েছে। কচুয়ার বিভিন্ন ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৫ আগষ্ট শনিবার সমগ্র উপজেলাতে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ওইদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও শোক সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS