ঠিকানাঃ গ্রামঃ দোয়াটি, ডাকঘরঃ পালাখাল, ইউনিয়নঃ ৪নং সহদেবপুর (পূর্ব), উপজেলাঃ কচুয়া, জেলাঃ চাঁদপুর।
ঠিকানাঃ গ্রামঃ দোয়াটি, ডাকঘরঃ পালাখাল, ইউনিয়নঃ ৪নং সহদেবপুর (পূর্ব), উপজেলাঃ কচুয়া, জেলাঃ চাঁদপুর।
মোবাইলঃ 01745538149
বর্তমানে উক্ত স্থানে ১৩ টি বাশঁ ঝাড় আছে । উক্ত ঝাড়ের চতুরদিকে অনেক সাপের গর্ত আছে । জানা যায় হিন্দুদের মণসা দেবীর সেখানে অবস্থান । হিন্দুরা প্রতি বছর চৈত্র মাসে এই মুড়ায় অর্চনা করে। এ উপলক্ষ্যে মেলা বসে । অনেক মানত করে এবং দুধ কলা দিয়ে পূজা করে । শুধু তাই নয় , এই বাশঁ ঝাড়ের বাশঁ কেহ কাটেনা জানা গেছে একদা এক ব্যাক্তি ঐ বাশঁ ঝাড় হতে বাশঁ কেটে নেয়ার পর বাশঁ ফেরৎ দেয়ার জন্য বার বার স্বপ্নে দেখে যে, বাশঁ ফেরৎ না দিলে তাঁর বংশেরকোন লোক বাচঁবেনা । তারপর ও বাশঁ ফেরৎ না দেয়ায় তাঁর নাকে মুকে রক্ত বের হয়ে মারা যায় । তারপর বংশধরগন উক্ত বাশঁ ফেরৎ দিয়ে আসে ।আরেকটি উল্লেখযোগ্য ঘটনা স্থানীয় কিছু লোক এক সাপুড়ে বহরের সাথে মনসা মুড়া থেকে সাপ ধরে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় । যখন সাপুড়ে তার “বিন বাশিঁ” বাজানো আরম্ভ করে তখন বাশের পাতায় পাতায় ছোট ছোট সাপ গর্ত হতে উঠে আসে । সাপুড়ে একটি সাপ ধরে পাতিলে রাখার সময় কামড় দিলে তাঁর মৃত্যু ঘটে এবং সম্পূর্ন সাপ সাপুড়ের নৌকার দিকে যেতে আরম্ভ করলে সাপুড়ে দল সাপটি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে পালিযে যায় । তারপর থেকে কোন সাপুড়ে আর সেখান থেকে সাপ ধরতে আসেনা । এমন কি মাঠের মাঝে বাশেঁর ঝাড়ের একটি ঝিংলাও কাটতে কেহ সাহস পায়না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS